ভারতজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল উড়িষ্যা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করতে ১৪ দিনের লকডাউন দিয়েছে।
রোববার রাজ্যটির সরকার ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন জারি করেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
তবে রাজ্যটির স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবা কর্মীদের ক্ষেত্রে লকডাউনের বিধিনিষেধ প্রযোজ্য হবে না। সাধারণ লোকজনকে বাড়ি থেকে আধা কিলোমিটারের মধ্যে থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত কয়েকদিন ধরেই ওড়িশাতে দৈনিক সাত-আট হাজারেরও বেশি লোক সংক্রমিত হচ্ছিলেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছড়িয়ে যায়। এতে রাজ্যটির মোট শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে চার লাখে দাঁড়িয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারতে দৈনিক তিন লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে শুক্রবার দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছিল।
লাগামহীন মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির রাজধানী দিল্লিতেও লকডাউন চলছে। মহারাষ্ট্র রাজ্যেও আংশিক লকডাউন চলছে। বেশ কয়েকটি রাজ্য রাত্রিকালীন কারফিউ জারি করেছে।