ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কৃষকের গলাকাটা লাশ উদ্ধার
Published : Sunday, 2 May, 2021 at 2:31 PM
কৃষকের গলাকাটা লাশ উদ্ধারনওগাঁয় এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে হাসাইগাড়ী বিল থেকে অরুন সাহানা (৫৪) নামে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয় বলে সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান।

অরুণ সদর উপজেলার নামা হাতাস গ্রামের রুপচান সাহানার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, অরুণ হাঁসাইগাড়ী বিলের মাঠে প্রতি বছর ধান মাড়াই করেন। শনিবার রাতের খাবার শেষে ধান পাহারা দেওয়ার জন্যে  অরুণ মাঠে যান।

“সকালে স্থানীয়রা অরুণের বাড়ি থেকে ৫০০ গজ দুরে বিলের মধ্যে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করেন।”

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।