আইপিএলের চলতি আসরে ধারাবাহিক ব্যর্থতায় ক্যাপ্টেনসি খোয়ালেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদ দলের দায়িত্ব তুলে দিল নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে। শনিবার বিকেলে টুইট করে এই ঘোষণা করে দিল ফ্র্যাঞ্চাইজিটি। এই মৌসুমে বাকি সব ম্যাচে অরেঞ্জ আর্মির নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন কেন।
ওয়ার্নারের ক্যাপ্টেনসিতে চলতি আইপিএলে হাফ ডজন ম্যাচ খেলেছে হায়দরাবাদ। মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে তারা। বলাই বাহুল্য লিগের লাস্ট বয় এসআরএইচ। ওয়ার্নার যদিও সব ব্যর্থতা নিজের কাঁধেই তুলে নিয়েছেন।