ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় ৫ জনের মৃত্যু
Published : Sunday, 2 May, 2021 at 7:06 PM
কুমিল্লায় করোনায় ৫ জনের মৃত্যু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮০ জনে। রবিবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১০১ জন। একদিনে সুস্থ হয়েছে ৪৫ জন। জেলায় এখন পর্যন্ত মোট ৯ হাজার ৮২৭ জন সুস্থ হয়েছেন।

রবিবার নতুন করে ৩০ জনের দেহে করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৫ জন, আদর্শ সদরে এক জন, বুড়িচংয়ে সাত জন, চৌদ্দগ্রামে এক জন, লাকসামে এক জন, বরুড়ায় এক জন, লালমাই এক জন, দেবিদ্বারে এক জন, নাঙ্গলকোটে এক জন ও মনোহরগঞ্জে এক জন।