ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মালয়েশিয়ায় স্ক্রু ড্রাইভারের আঘাতে বাংলাদেশি নিহত, গ্রেফতার ২
Published : Sunday, 2 May, 2021 at 7:34 PM
মালয়েশিয়ায় স্ক্রু ড্রাইভারের আঘাতে বাংলাদেশি নিহত, গ্রেফতার ২স্ক্রু ড্রাইভারের আঘাতে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।
 
শুক্রবার মালয়েশিয়ার বান্তিংএর মাহকোটা ইন্ডাস্ট্রিয়াল পাকের একর্টি শ্রমিক হোষ্টেলে এ ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত দুই জনকে শনিবার গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের হোষ্টেলে শুক্রবার রাত ৯ টায় এক বাংলাদেশি আরেক বাংলাদেশির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ক্রু ড্রাইভারের আঘাতে ঘটনাস্থলে বাবু (৪৪) নামে এক  বাংলাদেশি মারা যান। আহত হয়েছেন দুজন।

কুয়ালা লঙ্গাতের জেলা পুলিশ সুপার সুপারিনটেনডেন্ট আজিজান টুকিমান জানিয়েছেন, নিহত বাবুর (৪৪) বুকে স্ক্র ড্রাইভার দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায় এবং তার দুই বন্ধু পেটে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় পাচঁ বাংলাদেশি জড়িত।

আজিজান জানান, তামান মঙ্গিস জায়া মোড়ে লুকিয়ে থাকা ৪২ ও ৪৪ বছর বয়সী দুজনকেই শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দু'জনই ঘটনার কথা শিকার করেছে বলেছে কুয়ালা লঙ্গাতের জেলা পুলিশ সুপার সুপারিনটেনডেন্ট আজিজান টুকিমান জানিয়েছেন।