ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা
Published : Sunday, 2 May, 2021 at 8:01 PM
দেবিদ্বারে গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণাশাহীন আলম, দেবিদ্বার।  
গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের ‘অনুমোদনহীন’ স্বাস্থ্যকেন্দ্রের অনুমোদন না থাকায় সাময়িক বন্ধ করে দেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার বিকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার সংলগ্ন গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্রের অনুমোদনের কোন লিগ্যাল কাগজপত্র না থাকায় সাময়িক বন্ধ ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহমেদ কবীর। এসময় উপস্থিত ছিলেন ওই স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
এসময় এ স্বাস্থ্য কেন্দ্রের লাইসেন্স, হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন, আয়কর প্রত্যয়নপত্র, ভ্যাট রেজিঃ নম্বর, পরিবেশ ছাড়পত্র, নারকোটিক পারমিট, বর্জ্য ব্যবস্থাপনা (ক্ষতিকর ও অক্ষতিকর) চুক্তিপত্র থাকার কথা থাকলেও এ সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র বা অনুমতিপত্রও দেখাতে পারেননি ওই কেন্দ্রের কর্মরত ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) মো. ইব্রাহীম।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে গ্রামীণ কল্যাণ দেবিদ্বার বড়শালঘর স্বাস্থ্যকেন্দ্রে বড়শালঘরসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষদের নামমাত্র চিকিৎসা দিয়ে আসছেন।  এ কেন্দ্রে কর্মরত চিকিৎসা সহকারী (ডিএমএফ) মো. ইব্রাহীম ‘ডা.’ পরিচয় দিয়ে রোগীদের প্রেসক্রিপশন দিয়েছেন। এসব প্রেসক্রিপশনে এখতিয়ারের বাইরেও ওষুধ দেয়া হচ্ছে বলে দাবি  একাধিক ভুক্তভোগীদের। এ কেন্দ্রে আল্ট্রসোনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি ল্যাবও রয়েছে যেটির কার্যক্রম চালানোর কোন বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। দেবিদ্বারে গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা
এ ব্যাপারে কেন্দ্রের রিজিওনাল ম্যানেজার মো. আবু তৈয়ব মুঠোফোনে জানান, কেন্দ্রটি পরিচালনা করা হচ্ছে অনেক আগে থেকেই। তবে আমি এ কেন্দ্রে নতুন যোগদান করেছি। আমরা নিয়ম অনুযায়ী আবেদন করেছি কি কারণে আমাদের অনুমোদনটি এখনও হয়নি তা জানিনা। তবে আমরা অনুমোদনের জন্য কাজ করছি।  
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহমেদ কবীর বলেন, গ্রামীণ কল্যাণ বড়শালঘরের এ  কেন্দ্রটি অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা ‘অনুমোদন’র বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। এটিকে সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।