Published : Sunday, 2 May, 2021 at 8:17 PM, Update: 02.05.2021 8:22:10 PM
![চান্দিনায় ধান কাটার জেরে স্ত্রী শ্রীঘরে! চান্দিনায় ধান কাটার জেরে স্ত্রী শ্রীঘরে!](http://comillarkagoj.com/2021/05/02/1619965234.jpg)
রণবীর ঘোষ কিংকর ।।
কুমিল্লার চান্দিনায় নিজের জমি থেকে ধান কাটার ঘটনায় স্বামীর পরিবারের হামলায় ২জন আহত হয়েছে। একই ঘটনায় স্বামীর উল্টো দায়ের করা মামলায় কারাগারে আছেন স্ত্রী পিয়রা বেগম।
এ ঘটনায় গত শনিবার (১ মে) অসহায় নারী পিয়রা বেগম এর এক চাচা আহত বজলুর রহমান বাদী হয়ে পাল্টা একটি মামলা দায়ের করেন। এর আগে গত ২৬ এপ্রিল দুপুরে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খৈচারা গ্রামের ফসলী জমিতে হামলার ঘটনা ঘটে। এসময় পিয়রা বেগম এর চাচা বজলুর রহমান ও সাহিদুল ইসলাম মারাত্মক আহত হন।
পিয়রা বেগম এর পরিবার সূত্রে জানা যায়- চান্দিনার খিরাসার-মুইরারা গ্রামের পিয়রা বেগম নামে ৩ সন্তানের জননীকে প্রায় ২২ বছর আগে বিয়ে করেন পাশ্ববর্তী খৈচারা গ্রামের চারু মিয়ার ছেলে আব্দুস ছামাদ। এসময় আব্দুস ছামাদ তার ৩০ শতাংশ জমি স্ত্রী পিয়ারা বেগমকে দলিল মূলে দান করেন। গত ২ বছর যাবৎ তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মতানৈক্য হয়ে পিয়রা বেগম তার পিত্রালয়ে চলে আসেন। গত সোমবার (২৬ এপ্রিল) পিয়রা বেগম ও তার পিতার বাড়ির লোকজন জমি থেকে ধান কেটে আনার সময় হামলা করেন স্বামী আব্দুস ছামাদ এর পরিবার। এতে উভয় পক্ষের ৬জন আহত হয়।
আহত বজলুর রহমান জানান- আহতাবস্থায় আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেই। সেখান থেকে ফিরে মামলা দায়ের করার জন্য থানার সামনে গেলে সেখান থেকে পিয়রা বেগম ও সাহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরবর্তীতে জানতে পারি ওই ঘটনার পর পিয়রা বেগম এর স্বামী আব্দুস ছামাদ আগেই থানায় মামলা দায়ের করেন। এঘটনায় আমরাও থানায় মামলা দায়ের করেছি।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- হামলায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। পৃথক ২টি মামলা দায়ের করেছেন তারা।