পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ী দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ফল ঘোষণার পর এক টুইট বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয় লাভে মমতা দিদিকে অভিনন্দন। জনগণের প্রত্যাশা পূরণ এবং করোনা মহামারি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সব সহযোগিতা করবে কেন্দ্র।
পৃথক টুইট বার্তায় মোদি পশ্চিমবঙ্গে যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে যেসব ভাই ও বোন আমাদের দলকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ। অতীতে নগন্য উপস্থিতি থাকলেও এখন বিজেপির সমর্থন অনেক বেড়েছে। জনগণের সেবা অব্যাহত রাখবে বিজেপি।
এই নির্বাচনে দলের সব কর্মকর্তাকে তাদের উদ্দীপনাময় প্রচেষ্টার প্রশংসাও করেছেন মোদি।