মাসুদ আলম।।
করোনাভাইরাস সংক্রামণ ঝুঁকি উপেক্ষা করে কুমিল্লার মার্কেট, শপিং মল ও বিপণিবিতানগুলোতে ক্রেতাদের সমাগম বেড়েছে। ঈদকে সামনে রেখে এই সংখ্যা বাড়তে পারে আরও কয়েক গুণ।
সংক্রমণ এড়াতে উপচে পড়া ক্রেতাদের মাঝে শতভাগ মাস্ক নিশ্চিত করতে কুমিল্লার ঈদ বাজারে মার্কেট, বিপণিবিতান ও শপিং মলে তদারকি বাড়িয়েছে জেলা পুলিশ। সেই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুক্রবার দুপুরে কুমিল্লার কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ এলাকায় সড়কের দুইপাশের মার্কেট, বিপণিবিতান, শপিং মল ও ফুটপাতে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক না পড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন জেলা পুলিশ।
অভিযানে মাস্ক না পড়া এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে কুমিল্লার নিউ মার্কেটসহ কয়েকটি মার্কেটের দোকান বন্ধ করাসহ হুশিয়ারি প্রদান করা হয়।
অভিযানে রাজগঞ্জ বাজারে দত্ত মেডিসিন কর্ণার ও হাজী ম্যানশনের আরিফা ফ্যাশন নিউ মার্কেটর একটাসহ তিনটি দোকান বন্ধ করা হয়।
শুক্রবার দুপুরে জেলা পুলিশের এই অভিযান নেতৃত্ব দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান।
অভিযানের বিষয়ে তিনি বলেন, মানুষের মাঝে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে এখন পর্যন্ত জেলা পুলিশ ১ লাখ ৮০ হাজার পিস মাস্ক বিতরণ করে। শুক্রবার দুপুরে মার্কেট, বিপণিবিতান, শপিং মল ও ফুটপাতগুলোতে তদারকি ও অভিযান চালাতে গিয়ে দেখা যায় প্রায় ৯০ ভাগ মানুষ মাস্ক পড়তে শুরু করেছে। এটাই আমাদের সবশেষ বার্তা। ভবিষ্যতে যে কোন অভিযানে স্বাস্থ্যবিধির অমান্য দেখলেই দোকান বন্ধ করে দেওয়াসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, কুমিল্লার ডিবির ওসি আনোয়ারুল আজিম, কুমিল্লা কোতয়ালী থানার ওসি আনোয়ারুল হক প্রমুখ।