ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমার শানুর সঙ্গে গাইলেন তারান্নুম আফরীন
Published : Sunday, 9 May, 2021 at 1:19 PM
কুমার শানুর সঙ্গে গাইলেন তারান্নুম আফরীনকুমার শানুকে এ উপমহাদেশের কিংবদন্তী কন্ঠশিল্পী বলা যেতে পারে। বলিউড, টালিউডতো বটেই, বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এই কন্ঠশিল্পী। অন্যদিকে, সুকণ্ঠী গায়িকা তারান্নুম আফরীন প্রবাসে থেকেও একের পর গান উপহার দিয়ে যাচ্ছেন। এবার চমক নিয়ে হাজির হচ্ছেন তারান্নুম। গেয়েছেন কুমার শানুর সঙ্গে দ্বৈত গান।

এর আগে আসিফ আকবরসহ আরো অনেকের সঙ্গে গাইলেও এবারই প্রথম তারান্নুম আফরীন কোনও একজন আন্তর্জাতিক তারকার সঙ্গে দ্বৈত গান গাইলেন। গানের শিরোনাম ‘ভালো আছি ভালো বেসে’। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন সুস্মিতা সিনহা ও তুহিন চৌধুরী।
কন্ঠশিল্পী তারান্নুম আফরীন বলেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কুমার শানুর মতো কিংবদন্তি শিল্পীর সঙ্গে দ্বৈত গান গাইতে পেরেছি। আমি ছোট বেলা থেকেই কুমার শানুর গানের ভক্ত। তার সঙ্গে গাইতে পেরে সম্মানিত বোধ করছি। ঈদ-উল ফিতর উপলক্ষে ‘ভালো আছি ভালো বেসে’ ইউটিউবে অবমুক্ত হবে জানিয়েছেন কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন।