নাটকীয় ম্যাচে হারতে হারতে ড্র রিয়ালের
Published : Tuesday, 11 May, 2021 at 12:00 AM
অ্যাটলেটিকো
মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা, লিগ শিরোপার প্রতি অনীহা যেন
সবার। শেষ দুই দল সুযোগ পেলেই হারাচ্ছে বাজে খেলে, আর প্রথম দলটা এ ফাঁকে
লিগের শুরুর দিকের পারফরম্যান্সকে পুঁজি করে টিকে আছে শীর্ষে। এমন দৃশ্য
দেখা গেল সোমবার রাতেও। সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শীর্ষে ওঠার
সুযোগের সামনে থাকা রিয়াল মাদ্রিদ।
তবে ম্যাচটা দেখলে আপত্তিও করে বসতে
পারেন আপনি। রিয়াল যে ম্যাচটা ড্র করেছে হারতে হারতে, অন্তিম সময়ে। যোগ করা
সময়ের গোলে মুখ রা হয়েছে তাদের।
অথচ এ ম্যাচে শুরুতে ল্যভেদটা করেছিল
রিয়ালই। কারিম বেনজেমার গোলটা অফসাইডে বাতিল হয় সতীর্থ আলভারো অদ্রিওজোলার
দোষে। এরপর মাঝমাঠের দখল নিয়ে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণটাও নিজেদের কাছে
রেখেছিল কিছুণ।
তবে সেভিয়া অনেকটা ধারার বিপরীতে গোল করে ২২ মিনিটে।
ফ্রি কিকের পর অনেক পা ঘুরে বলটা এল ইভান রাকিটিচের মাথায়, সাবেক বার্সা
মিডফিল্ডার হেড করেই বলটা বাড়ালেন ফার্নান্দোকে। সেখান থেকে ক্যাসেমিরোকে
ছিটকে মাদ্রিদ রণের ফাঁক গলে বলটা রিয়ালের জালে জড়ান ফার্নান্দো। এরপর
সেভিয়া ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের কাছে আনে বলের দখল নিয়ে, তবে গোলের
দেখা অবশ্য পায়নি তারা।
বরং রিয়াল মাদ্রিদই সুযোগ পেয়েছিল সমতা ফেরানোর।
কারিম বেনজেমার শটটা ঠেকান গোলরক ইয়াসিন বনো। দ্বিতীয়ার্ধে রেফারির
বিতর্কিত এক সিদ্ধান্তে পেনাল্টি পায়নি রিয়াল। কর্নার থেকে ভেসে আসা বল
সেভিয়া ডিফেন্ডারের হাতে লাগায় আবেদন ওঠে রিয়াল শিবিরের, কিন্তু রেফারির
সায় ছিল না তাতে।
ভিনিসিয়াস সুবর্ণ সুযোগ নষ্ট করেন এরপর। তবে ৬৭ মিনিটে সমতা ফেরায় রিয়াল। মাঠে নেমেই গোল পান মার্কো অ্যাসেনসিও।
ভিএআর
নাটকের শুরু ৭৫ মিনিটে। প্রতি-আক্রমণে বক্সে চলে আসা বেনজেমাকে অবৈধভাবে
রুখে দেন বনো। পেনাল্টি যায় রিয়ালের প।ে তবে সিদ্ধান্তটা যাচাই করতে রেফারি
দ্বারস্থ হন ভিএআরের। সেখানে উল্টো পেনাল্টি যায় সেভিয়ার প,ে কারণ
আক্রমণের শুরুতে অন্য প্রান্তে রিয়ালের মিলিতাও ফাউল ও হ্যান্ডবল করেছিলেন
একই সঙ্গে। স্পটকিক থেকে গোল করেন প্রথম গোল গড়ে দেওয়া রাকিটিচ।
তবে
যোগ করা সময়ে টনি ক্রুসের শট সেভিয়া ডিফেন্ডার দিয়েগো কার্লোসের পায়ে লেগে
দিক বদলে জড়ায় সেভিয়ার জালে। তবে শেষ মূহুর্তে ক্যাসেমিরোর দূরপাল্লার
শটটা ল্েয থাকলে হয়তো ৩-২ গোলে জয় পেতে পারত রিয়াল। ফলে ড্রই নিয়তি হয় দুই
দলের।
লিগে এ নিয়ে টানা ১৫ ম্যাচ ধরে হারেনি রিয়াল মাদ্রিদ। তবে তাতেও
অবশ্য লিগের শীর্ষে কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে।
৩৫ ম্যাচ শেষে মেসিদের সমান ৭৫ পয়েন্ট নিয়েও তাদের চেয়ে শ্রেয়তর মুখোমুখি
লড়াইয়ের জন্য তালিকার দ্বিতীয় স্থানে আছে। আর অ্যাটলেটিকো দুই পয়েন্টে
এগিয়ে থেকে আছে শীর্ষে।