ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রীর উপহার মনোহরগঞ্জে সাড়ে ১৩ হাজার পরিবারে নগদ অর্থ বিতরণ
Published : Tuesday, 11 May, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সাড়ে ১৩ হাজার পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভিজিএফ (নগদ অর্থ) কর্মসূচি এবং চলমান করোনা পরিস্থিতির কারনে জিআর (নগদ অর্থ) কর্মসূচির তালিকাভুক্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সমাজের অসচ্ছল, দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবার এ উপহার পেয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের দিকনির্দেশনায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে গত দুই দিনে উপজেলার ১১টি ইউনিয়নের ১৩ হাজার ৪ শ’ ৫১ পরিবারে এ উপহার বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম জানান, উপজেলার ১১টি ইউনিয়নে জিআর (নগদ) কর্মসূচির আওতায় ৫ হাজার ৫ শ’ পরিবারকে ৫০০ টাকা করে সর্বমোট ২৭ লাখ ৫০ হাজার এবং ভিজিএফ (নগদ) কর্মসূচির আওতায় ৭ হাজার ৯ শ’ ৫১ পরিবারকে ৪৫০ টাকা করে সর্বমোট ৩৫ লাখ ৭৭ হাজার ৯ শ’ ৫০ টাকা দেওয়া হয়েছে।
নগদ অর্থ বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার তত্ত্বাবধানে বাইশগাঁও ইউনিয়নে ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাসেদুল ইসলাম, সরসপুর ইউনিয়নে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মঞ্জুরুল ইসলাম, হাসনাবাদ ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, ঝলম উত্তর ইউনিয়নে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু বকর মিয়াজি, ঝলম দক্ষিণ ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, মৈশাতুয়া ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর ইসলাম, লক্ষণপুর ইউনিয়নে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রশিদ, খিলা ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, উত্তরহাওলা ইউনিয়নে আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এটিএম গোলাম কিবরিয়া, নাথেরপেটুয়া ইউনিয়নে জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী ফেরদৌস আলম মজুমদার এবং বিপুলাসার ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামানুল ইসলাম ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন।
বাইশগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, সরসপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, হাসনাবাদ ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ঝলম উত্তর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ঝলম দক্ষিণ ইউনিয়নে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন, মৈশাতুয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, লক্ষণপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী, খিলা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আল-আমিন ভূঁইয়া, উত্তর হাওলা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হিরণ, নাথেরপেটুয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন এবং বিপুলাসার ইউনিয়নে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল সহ সকল ইউপি সচিব ও সদস্যগণ স্ব স্ব ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন। আর্থিক উপহার পেয়ে খুশি মনোহরগঞ্জের অসচ্ছল, দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যরা।