ভিজিএফ চালের বদলে নগদ টাকা বিতরণ
Published : Tuesday, 11 May, 2021 at 12:00 AM
বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট||আসছে ঈদুল ফিতর উপলক্ষে চালের বদলে দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদে রোববার ও গতকাল সোমবার ১২৭৫ জন অসহায় দুস্থদের মাঝে ৪৫০ টাকা হারে বিতরণ করা হয়।
জানা গেছে, ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে চাল বিতরণ করা হতো। এবারের ঈদে চালের বদলে দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়। প্রতি কার্ডের বিপরীতে ৪৫০ টাকা করে দেওয়া হয়েছে। এজন্য ভিজিএফের বরাদ্দের টাকা দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারকে এ সহায়তা দিতে নির্দেশনা দিয়েছিল অধদিপ্তর। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ভিজিএফ কমিটির প্রকাশ্যে সভায় তালিকা প্রস্তুত ও প্রত্যায়িত করার কথা বলা হয়। এছাড়াও এবার তালিকায় ৭০ শতাংশ নারীর অর্ন্তভুক্তি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা ভূঁইয়া বলেন, প্রতিবছর ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ করা হতো। এ বছর চালের বদলে টাকা বিতরণ করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে এ টাকা বিতরণের চেষ্টা করেছি। তিনি আরো বলেন, স্বচ্ছতার জন্য উপকারভোগীদের মূল জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তালিকা তৈরি এবং উপজেলা কমিটির অনুমোদনের পর টাকা বিতরণ করা হয়।