কুমিল্লা-৫ আসনে উপ নির্বাচন বেকার ও যুব সমাজের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই- মাহতাব হোসেন
Published : Tuesday, 11 May, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মাহতাব হোসেন বললেন, কুমিল্লার-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) দুই উপজেলার বেকার ও যুব সমাজের ভাগ্যন্নয়নে কাজ করতে চাই। তিনি বলেন, বেকার ও যুবক, যুব মহিলাদের কর্মস্থানের মাধ্যমে এই দুই উপজেলাকে উন্নত উপজেলা হিসেবে গড়তে তুলতে চাই। এ ছাড়াও আমাদের প্রিয় নেতা সদ্য প্রয়াত সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপির উন্নয়নমূলক সকল কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার “গ্রাম হবে শহর” এই স্লোগনকে বাস্তবায়ন করে বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে আধুনিক ও মডেল এলাকায় পরিনত করতে চাই।
তিনি, মানবতার ফেরিওয়ালা হয়ে করোনা মহামারির শুরু থেকে অসহায় মানুষের দোয়ারে দোয়ারে পৌঁছে দিয়েছিলেন খাদ্য উপহারসহ নগদ আর্থিক সহায়তা। এ বছরও তিনি নিজের জীবনের তোয়াক্কা না করে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসহায় পরিবারের মাঝে পৌঁছে দিচ্ছেন ঈদ উপহার।
মানবতার এই ফেরিওয়ালা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের ছেলে। তিনি ইকরা ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও সাউথ ভিউ টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
সামাদ-মোর্শেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহতাব হোসেন বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমি সর্বদা জাতির পিতার আদর্শকে বুকে ধারন করে আছি ও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি কুমিল্লা-৫ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেন আর বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ যদি আমার পাশে থাকেন তাহলে আমি এই দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।