বিশেষ সংবাদদাতা ||
আরচারি বিশ্বকাপে অংশ নিতে ১৬ মে রোমান সানাদের নিয়ে সুইজারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ আরচারি দল। ১৭ থেকে ২৩ মে দেশটির লুজানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
বিশ্বকাপ স্টেজ টু’তে বাংলাদেশ থেকে রিকার্ভ ডিভিশন পুরুষ ও মহিলা আরচারি দল এবং কম্পাউন্ড ডিভিশনে একজন পুরুষ আরচার অংশগ্রহণ করবেন।
বিশ্বকাপ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ এবং জাতীয় আরচারি দলের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডারিক।
বাংলাদেশ আরচারি দল
ডেলিগেশন অফিসিয়াল : কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, প্রধান কোচ : ফ্রেডরিক মার্টিন, কোচ : জিয়াউল হক, আরচার : রাম কৃষ্ণ সাহা, রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, অসীম কুমার দাস, বিউটি রায়, দিয়া সিদ্দিকী ও মেহনাজ আক্তার মনিরা।