দেবীদ্বারে করোনায় কর্মহীন সুবিধা বঞ্চিত মানুষের পাশে ধামতী ‘যুব সমাজ কল্যাণ সংস্থা’
Published : Wednesday, 12 May, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
উপজেলার ধামতী গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের বাড়িতে, ‘করোনা থেকে বাঁচতে হলে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন ও করোনায় কর্মহীন সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে ঈদ সামগ্রী নিয়ে দাড়াল ধামতী যুব সমাজ কল্যাণ সংস্থা।
মঙ্গলবার বিকেলে আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ পূর্বে ‘করোনা থেকে বাঁচতে হলে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। জাকির মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: মনির হোসেন সাবেক মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার (প্রাক্তন), তোফাজ্জল চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মো: আমির হোসেন, রবিউল মনির চৌধুরী, সংগঠনের সম্পাদক, খান মো: জয়নাল, সংগঠনের সহ সভাপতি- মাহবুব খান, সহ সভাপতি জনাব আতাউল্লাহ, সংগঠনের সদস্য ইয়াছিন, সাকিবুল শান্ত, রিহদয়, আতিক এনামুল, মাহাবুব, মফিজ, নিলয় প্রমুখ। আলোচনা শেষে শতাধিক পরিবারকে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করেন আয়োকরা।