অভিষেক দাশ একজন জনবান্ধব ইউএনও
Published : Wednesday, 12 May, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
নাম অভিষেক দাশ। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর কমেছে জনভোগান্তি আর বেড়েছে জনসেবার মান। শিক্ষা বান্ধবসহ নানান কর্মসূচিতে অবদান রাখায়, পুরস্কার পেয়ে তিনি শিক্ষা ক্যাটাগড়িতে জেলায় শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অফিস শেষ করে নিজের দায়িত্বরত উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে তুলে দেন খাবারের প্যাকেট। এমনকি গত কনকনে শীতে বেদে পল্লীতে রাতের অন্ধকরে গিয়ে খাবার ও শীতবস্ত্র দিয়ে প্রসংসায় ভাসছিলেন তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে অনেক দিন।
স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা এলাকার সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন এক অনন্য। ধানকাটা, মাটি কাটা, ইটভাটা শ্রমিক, হকার থেকে শুরু করে বেদে পল্লীর দুস্থ মানুষের আপনজন হয়ে উঠেছেন তিনি।
৩১তম বিসিএস ক্যাডার কর্মকর্তা অভিষেক দাশ বলেন, প্রশাসনের কর্মকর্তারা গ্রামে দায়িত্ব পালন করার সময়ে দু:স্থ, অসহায় মানুষের কাছাকাছি থাকতে পারেন। শহরে দায়িত্ব পালন করলে সেটা সম্ভব হয় না। তাই সাধারণ মানুষের জন্য এখনই কিছু করার সময়।’
তিনি আরো বলেন, ‘সরকারি দায়িত্ব পালনকালে শত ব্যস্ততার কারণে যে ভাবে দরকার, সেভাবে সাধারণ মানুষের কথা জানা সম্ভব হয়নি। কিন্তু খাবার পৌঁছে দিতে গিয়ে সরাসরি প্রান্তিক মানুষের সঙ্গে মিশতে পেরেছি, তাদের কথা শুনেছি। এতে নিজের দায়িত্ব পালনও সহজ হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তাকে কাছে পেয়ে সাধারণ মানুষও আনন্দিত।’
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএস পেয়ে এ পর্যন্ত উপজেলার ২২ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১ হাজার ৫শ’ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।
মুরাদনগর উপজেলার একাধিক ব্যক্তি বলেন, নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই জনবান্ধব কাজ করে আসছেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। বিশেষ করে জমি আছে ঘর নাই ও ভূমিহীনদের আশ্রায়ন প্রকল্পে স্বচ্ছতা ও বিশেষ তদারকিতে সাধারণ মানুষের জনপ্রিয়তা কুঁড়িয়েছেন। তাছাড়া মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে স্বচ্ছ থেকে চুলছেড়া বিশ্লেষণ করে তালিকা জামুকাতে প্রেরণ, নানান প্রোগ্রামে নতুনত্ব ও উপজেলা কমপ্লেক্সের ভিতরে দৃষ্টিনন্দন শিশু পার্ক নির্মাণে নতুন মাত্রা যোগ হয়েছে।