ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঈদুল ফিতরের সুন্নত সমূহ
Published : Wednesday, 12 May, 2021 at 12:00 AM, Update: 12.05.2021 1:21:11 AM
ঈদুল ফিতরের সুন্নত সমূহঈদ মানেই উৎসব। ঈদ মানেই আনন্দ। ঈদ প্রতিবছর নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। একমাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়মকানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর। এবারও করোনাভাইরাসের সংক্রমণজনিত ভিন্ন এক প্রোপটে পালিত হবে ঈদুল ফিতর। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী এবার উন্মুক্ত স্থানে বা ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
ঈদুল ফিতরের সুন্নতগুলো হচ্ছে: অতি সকাল সকাল ঘুম থেকে উঠা, মিসওয়াক করা, ক্ষৌরকাজ সমাধা করা, গোসল করা, নিজের পোশাক সমূহের মধ্যে উত্তম পোশাক পরিধান করা, পুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা, ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করা, ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি দ্রব্য খাওয়া, ঈদগাহে হেঁটে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা এবং ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া। ওজরবশত এলাকার মসজিদে পড়া যায়, আল্লাহু আকবর তাকবীর দিতে দিতে ঈদগাহে যাওয়া ও শরীয়তের সীমার মধ্যে আনন্দ প্রকাশ করা।
স্বাস্থ্যবিধি মেনে সকলেই ঈদের নামাজ আদায় করুন। আল্লাহ আমাদের সকলকে ভালো ও সুস্থ রাখুক। আমিন।
লেখক: সভাপতি, জেলা ইমাম সমিতি, কুমিল্লা।