Published : Wednesday, 12 May, 2021 at 12:00 AM, Update: 12.05.2021 1:21:33 AM
তানভীর
দিপু: ঈদের খুশি ভাগাভাগি করে নিতে ১ হাজার চাহিদাসম্পন্ন মানুষের মাঝে
খাদ্যসামগ্রী উপহার বিতরন করেছেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি
সাইফুল আলম রনি। মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নিজে
উপস্থিত থেকে এসব উপহার তুলে দেন তিনি।
কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা
থেকে আসা নি¤œ আয়ের মানুষের মুখে হাসি ফোটাতেই নিজ উদ্যোগে এসব উপহার তুলে
দেয়া হয়েছে বলে জানান জেলা ক্রিকেট কমিটির সভাপতি।
ঈদ উপহারের মধ্যে
ছিলো পোলার চাল, তেল, আলু, লবন, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও মুরগী কেনার
জন্য নগদ টাকা। করোনাকালীন সময়ে নি¤œ আয়ের মানুষ বেশি সমস্যায় পড়েছে,অনেকেই
হয়েছেন চাকরিহারা। সন্তান বাবা-মা আত্মীয় স্বজন নিয়ে এই ঈদে তারা অনেকেই
পড়েছেন দুশ্চিন্তায়। সামান্যতম এই সহযোগিতায় অনেকেরই মুখে হাসি ফুটেছে।
উপহার
পাওয়া অনেকেই জানান, করোনা মহামারীর সময় অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায়
ঈদের খুশি সবার জন্য আসে না। সহৃদয়বান মানুষদের কাছ থেকে এমন উপহার দুঃস্থ
মানুষদের খুশি বাড়িয়ে দেন অনেকগুণ। আমরা এ উপহার পেয়ে আনন্দিত। পরিবারের
সবাইকে নিয়ে ঈদের দিনটি ভালো কাটবে। রনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করছি।
কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল
আলম রনি বলেন, ঈদ মানে আনন্দ। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমি
ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও নি¤œ আয়ের এক হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয়
খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করেছি।