Published : Monday, 17 May, 2021 at 12:00 AM, Update: 17.05.2021 12:40:46 AM
সৌরভ মাহমুদ হারুন।।
রোববার
দুপুর ১২ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকা দিয়ে গোমতী নদীতে ৩
বন্ধু মিলে গোসল করতে নেমে সিয়াম নামের এক স্কুল ছাত্র নদীর মধ্য খানে
স্রোতে তলীয়ে গিয়ে ৫ ঘন্টা নিখোঁজ। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ, বুড়িচং
ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে
চাঁদপুরে ডুবুরিকে খবর দেয়া হয়েছে তারা এসে খোঁজে দেখবে। ইতিপূর্বে ফায়ার
সার্ভিস চেষ্টা চালিয়েছে নিখোজের সন্ধ্যানে।
পুলিশ ও ফায়ার সার্ভিস
সূত্র জানায় রোববার দুপুর ১২ টায় কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে দুই জন
মামাত ও ফুফাতো ভাই মিলে কুমিল্লার রামনগর এলাকার গোমতী নদীতে গোসল করতে
আসে। তাদের রাম নগর গ্রামের শাহ আলমের ছেলে আল আমিনকে সঙ্গে নিয়ে নদীতে
গোসল করতে নেমে মাঝ নদীর খর স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় এক স্কুল
ছাত্র। বাকি দুই তার নদীতে তলিয়ে যেতে দেখে আর সাতার না দিয়ে নদীর পাড়ে শোর
চিৎকার করলে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার
সাভির্সের সেস্টন অফিসার সোহেল রানা বলেন ঘটনার পর পর ফায়ার সার্ভিস
ঘটনারস্থলে গিয়ে নিখোঁজ ছাত্রের সন্ধানে চেষ্টা করা হয়।
এদিকে পানি
তলিয়ে যাওয়া সিয়ামের চাচা আজাদ রহমান (৫৫) জানান তার বড় ভাই মোঃ বাবর মিয়ার
ছেলে ফারহান আহাম্মদ সিয়াম (১৪) স্থানীয় উপজেলার মডেল একাডেমির স্কুলের
নবম শ্রেণির ছাত্র এবং আপন ভাগিনা বুড়িচং সদরের সেলিম হোসেন এর ছেলে বুড়িচং
এরশাদ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র তানভীর আহামাদ (১৮) রোববার দুপুরে
দু'জন মিলে গোমতী নদীতে গোসল করতে যায়। তাদের উপজেলার ষোলনল ইউনিয়ন এর
রামনগর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে এরশাদ ডিগ্রি কলেজ কাশ মিট আল আমিন এর
বাড়ি গিয়ে ওই নদীতে গোসল করতে নামে। প্রথমে তারা তিন বন্ধু মিলে নদীর পূর্ব
পাড় থেকে পশ্চিম পাড়ে সাতার কেটে যায় পরে সিয়াম তাদের আগে সাতরে পূর্ব
পাড়ে আসার সময় মাঝ নদীর খর স্রোতে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় আল আমিন ও
তানভীর শোরচিৎকারে শত শত লোকজন জড়ো হয় এবং পুলিশ ফায়ার সার্ভিস কে খবর দেয়া
হয়।
এদিকে কুমিল্লা মহানগরীর যুবলীগ নেতা ও রামনগর গ্রামের মোঃ
শাহীনুল ইসলাম বলেন যে স্থানে স্কুল ছাত্র সিয়াম নিখোঁজ হয়েছে সে স্থানে
শত বছর পূব হতে কোর ছিল। ওই কোরে বহু নৌকা, মানুষ, গরু বাছুর ডুবে মারা
গেছে। যার ফলে ওই কোর ও আশেপাশের স্থান গুলো ভয়ঙ্কর ছিল।
বুড়িচং থানার
ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান দুপুর ১২ টায় তিন বন্ধু মিলে গোমতী
নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সিয়াম নামের এক স্কুল
ছাত্র। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোেেজর সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে চাঁদপুরে ডুবুরিকে খবর দেয়া হয়েছে। ডুবুরি দল আসলে নিশ্চয়ই নিখোজের
সন্ধান পাওয়া যাবে।