ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
Published : Monday, 17 May, 2021 at 12:00 AM, Update: 17.05.2021 12:41:11 AM
কুমিল্লায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিতকুমিল্লায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে স্বাস্থ্য বিধি মেনে উদযাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন-পবিত্র ঈদুল ফিতর। তবে, চিরায়ত যে ধারা প্রচলিত, গত বছরের মতো এ বছরও তা পুরোপুরি বিপরীত। বৈশ্বিক মহামারির কারণে এবার ঈদ উদযাপন হয়েছে সীমিত পরিসরে। এ বছর ঈদের জামাতের ব্যবস্থা করা হয় মসজিদে। নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী মহামারি দেখা দেওয়ায় ঘরবন্দি মানুষের চিরায়ত উৎসবের আমেজ অনেকটাই ছিলো বিবর্ণ।
সরকারের নির্দেশনা অনুযাূী স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লায় যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮ টায় নগরীর মুন্সেফবাড়ী জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।  নামাজ শেষে দেশ জাতির কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। করোনার কারনে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সরকারের প থেকে জোর দিয়ে বলা হয়েছে, মহামারিকালের এ ঈদে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাইরে না গিয়ে ঘরে থেকে পরিবারের স্বজনদের সঙ্গে কাটাতে হবে পবিত্র ঈদুল ফিতর।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজে অংশ নেন সর্বস্তরের মানুষ। সব ভেদাভেদ ভুলে বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিরা ঈদের জামাতে নামাজ আদায় করেছেন। খুতবা শেষে মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলমানের শান্তি, সমৃদ্ধি, করোনা মহামারি থেকে পরিত্রাণের কামনা ও দোয়া করা হয়।