নেটফ্লিক্সের হালের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ ওরফে পাপা ডি ক্যাসেল-এর শেষ সিজনের শুটিং শেষ। এখন শুধু প্রচারের অপেক্ষা।
নেটফ্লিক্স জানালো, এ বছরের শেষ প্রান্তে সিরিজটির চূড়ান্ত সিজন মুক্তি পাবে। বিদায়ের ক্ষণগুলোতে বেশ আবেগাপ্লুত হয়েছেন সিরিজের মূল চরিত্রে থাকা দ্য প্রফেসর চরিত্রে অভিনয় করা আলভারো মোরতে। ইনস্টাগ্রামে বলেছেন, ভালো ও খারাপ লাগার মিশ্র অনুভূতি ছেঁকে ধরেছে তাকে।
এর মাঝে আবার ভক্তদের প্রশ্নের উত্তরও দিয়েছে প্রফেসর সাহেব। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রশ্ন ছুঁড়েছিল, ভারতে তো আপনার ভক্তের অভাব নেই। এটা আপনার জানা আছে কিনা। জবাবে আলভারো বললেন, ‘ভারত থেকে ভালোবাসা প্রচুর পাচ্ছি। এই একটি দেশ, যা আমি দেখতে চাই এখন। আমি ভারতীয়দের কাছ থেকে প্রচুর বার্তা পাই।’
‘মানি হাইস্ট’-এর সেট থেকে বিদায় নেওয়াটা ছিল সত্যিই কষ্টকর। তবে একইসঙ্গে সুখের এ জন্য যে এ সিরিজটাই মূলত আলভারোর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
২০১৭ সালে নেটফ্লিক্সে শুরু হওয়া সিরিজটি প্রথম সিজনের পরপরই গোটা দুনিয়ায় আলোড়ন তোলে। কেউ কেউ ‘প্রফেসর’ চরিত্রটিকে আগের জনপ্রিয় সিরিজ ‘প্রিজন ব্রেক’ এর মূল চরিত্র মাইকেল স্কোফিল্ডের যোগ্য উত্তরসুরিও বলেছেন।
‘মানি হাইস্ট’-এর গল্পটা হলো স্পেনের টাকশালে একটি ডাকাতির নেতৃত্ব দেন প্রফেসর। বুদ্ধি খাটিয়ে একের পর এক প্ল্যান ফেঁদে নানান বিপদ থেকে দলকে বাঁচান তিনি। এরপর এক সিজনে দেখা যায় ব্যাংক অব স্পেন থেকে সোনা চুরির মিশনে নামে দলটি।