ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অমানবিক নির্যাতন চলছে। ভয়াবহ বোমা হামলায় নিহত হচ্ছে বহু মানুষ। নারী কিংবা শিশু কেউ রেহাই পাচ্ছেন না। গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে। খেলোয়াড়রা মাঠ ও মাঠের বাইরে থেকে প্রতিবাদ-নিন্দা জানাচ্ছেন। তাদেরই একজন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বর্তমানে জাতীয় দলের অনুশীলন চলছে। এরই ফাঁকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় এই মিডফিল্ডারের মন ভীষণভাবে নাড়া দিয়েছে।
নিজের ফেসবুক পেজে জামাল লিখেছেন, ‘ফিলিস্তিন মুক্ত হোক। অনেক হয়েছে।’
সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে সন্তান নিয়ে বাবা-মার আর্তনাদ দেখা যাচ্ছে। এছাড়া ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছে এক শিশু। তাতে লেখা, ‘ফিলিস্তিন মুক্ত হোক। তাদের অনেক সাহায্য দরকার। তাদের জন্য দোয়া করবেন।’
ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে সাম্প্রতিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। অন্যদিকে গাজা থেকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে।