আনসার আল ইসলামের সদস্য কাওসার রিমান্ডে
Published : Saturday, 22 May, 2021 at 12:00 AM
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সৈয়াবুর রহমান কাওসার (২১) এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করেন। এরপর তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কাওসারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (২০ মে) রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২।
র্যাব-২ জানায়, কাওসার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক, উগ্রবাদী বিভিন্ন পোস্ট প্রচার করে আসছিল। এ ছাড়া উগ্র ইসলামি জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, পুস্তিকা, লিফলেট ও মোবাইল থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।