Published : Tuesday, 25 May, 2021 at 12:00 AM, Update: 25.05.2021 12:43:32 AM
মাসুদ
আলম।।
করোনা লকডাউনে বিধিনিষেধ শিথিল করে গণপরিবহন চলার অনুমতি দিয়েছে
সরকার। স্বাস্থ্যবিধি মেনে, দুই সিটে একজন যাত্রী নিয়ে চলবে বাস এবং
মিনিবাস। রবিবার মধ্যরাত থেকে দূরপাল্লার বাস চালুর প্রথম দিন সোমবার
যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকারের এই নির্দেশনা মানতে
দেখা যায়নি। সোমবার দুপুরে কুমিল্লার শাসনগাছা, জাঙ্গালিয়া ও চকবাজার বাস
টার্মিনাল ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাস ও বাস-মিনিবাসে যাত্রী পরিবহনে
স্বাস্থ্যবিধির বালাই নেই। আসনের অতিরিক্ত যাত্রী না তোলা, যাত্রী ও পরিবহন
শ্রমিকদের মাস্ক ব্যবহার এবং জীবাণুনাশকের ব্যবস্থা রাখারসহ কোন নির্দেশনা
মানতে দেখা যায়নি। বাড়তি বাড়ায় বাসের দুই সিটেই যাত্রী পরিবহন করতে দেখা
গেছে। আবার কিছু মিনিবাসে যাত্রীদের ঝুলে, দাঁড়িয়ে যাতায়াত করতে গেছে।
বাসে
যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে যাত্রী ও চালক, শ্রমিকদের
পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বাসের চালক, শ্রমিকরা বলছেন, বাসে উঠার
ক্ষেত্রে যাত্রীরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন। মাস্ক ব্যবহারের কথা
বললে ব্যবহার খারাপ করছেন। এছাড়া দুই সিটে একজন বসার নির্দেশনা থাকলেও
যাত্রীরা তাও মানছেন না। প্রথমদিন যাত্রী কম থাকায় বাধ্য হয়ে পরিবহন করতে
হচ্ছে।
অন্যদিকে যাত্রীদের অভিযোগ, বাসে চালক, শ্রমিকরা বাড়তি বাড়ায়
অতিরিক্ত যাত্রী পরিবহন করছেন। অতিরিক্ত ভাড়ায় যেতে না চাইলে দুই সীটে
দুইজন বসার সুযোগ করে দিচ্ছেন। চালক ও শ্রমিকরাই মাস্ক পড়ছেন না। এছাড়া
যাত্রীদের মাস্ক ব্যবহারে বাধ্য করছেন না। তারা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে
গুরত্ব না দিলে সাধারণ যাত্রীরা কিভাবে মানবেন।
কুমিল্লার শাসনগাছা বাস
টার্মিলান থেকে দুপুর ১২টায় সততা নামে একটি বাস ছেড়ে যাচ্ছেন। জানা দিয়ে
উকি দিতেই দেখা গেছে কয়েকজন যাত্রী বসতে না ফেরে ঝুঁলে আছে। তারপরও বাসটি
দাঁড়িয়ে আছে আরও যাত্রীর জন্য। বাসের ভিতরে বসার দূরের কথা দাঁড়ানোর
জায়গাটুকুও নেই।
জানতে চাইলে এই বাস চালক আক্তার হোসেন বলেন, যাত্রীদের
না করলেও তারা বাসে উঠার বিষয়টি মানছেন না। আমরা যাত্রীদের মাস্ক
ব্যবহারের জন্য বার বার অনুরোধ করছি। তারা আমাদের কথা তোয়াক্কা করছেন না।
জনতা,
নিউ জনতা ও ফারজানা পরিবহনের বাসে যাত্রী পরিবহনে এই দৃশ্য দেখা গেছে।
কোথাও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এছাড়া দূরপাল্লার পরিবহনের
বাসগুলোতেও একই অবস্থা। তারা যাত্রী পরিবহনের সরকারের নির্দেশনা মানছেন না।
জনতা পরিবহন বাসের যাত্রী আনোয়ার হোসেন জানান, কোন বাস যাত্রী পরিবহনে
স্বাস্থ্যবিধি মানছেন না। যাত্রী উঠানো জন্য বাসের চালক,শ্রমিক টানাহেঁচড়া
করতে শুরু করেন। স্বাস্থ্যবিধি মানার সুযোগ পাবেন কোথায়। স্বাস্থ্যবিধি
নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।