শ্রীলংকার বিরুদ্ধে ৫ম উইকেট জুটিতে ৮৭ রান সংগ্রহ করে বিদায় নিয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ব্যক্তিগত ৪১ রান করে দুর্ভাগ্যজনক কটবিহাইন্ডের শিকার হয়ে সাজঘরে ফেরেন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বিদায় নিয়েছিলেন দলের দুই তারকা ব্যাটসম্যান তামিম ও সাকিব। দলীয় মাত্র ১৫ রানেই বিদায় নিয়ে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দেন তারা। এরপরই ক্রিজে আসেন মুশফিক।
এরপর দলীয় ৪৯ রানে বিদায় নেন লিটন দাস। ৪২ বল খেলে ব্যক্তিগত মাত্র ২৫ রান সংগ্রহ করে বিদায় নেন দলের এ উদ্বোধনী ব্যাটসম্যান।
এরপর ক্রিজে আসেন মিঠুনের পরিবর্তে খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। তিনিও এ ম্যাচে সুবিধা করতে পারেননি। দলীয় ৭৪ রানে ১২ বলে মাত্র ১০ রান করে পেরেরার বলে সাজঘরে ফেরেন।
এরপর ক্রিজে আসেন মুশফিকের ভায়েরা ভাই মাহমুদউল্লাহ। এর আগে বাংলাদেশকে অনেক ম্যাচে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন তারা। এ ম্যাচেও তারা ৮৭ রানের অনবদ্য জুটি গড়ে তুলেন। ৩৪ ওভারের তৃতীয় বলে দলীয় ১৬১ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৫ রান। মুশফিক ৬৬ রান ও আফিফ ১০ রান নিয়ে ক্রিজে রয়েছেন। এরপর ব্যাট করতে নামবেন মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
২০১৪ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ম উইকেট জুটিতে ১৩৪ রান সংগ্রহ করেছিলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ২০১৫ সালের মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ম উইকেটে ওই দুই ভায়েরা ভাই ১৪১ রানের জুটি গড়েছিলেন। তবে ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রামে ১৪৮ রান করেছিলেন সাকিব-মুশফিক জুটি। তবে ৫ম উইকেট জুটিতে বাংলাদেশের সেরা জুটিতেও মাহমুদউল্লাহ রিয়াদের নাম জ্বলজ্বল করছে। কার্ডিফে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২৪ রানের রেকর্ড জুটি করেন সাকিব-মাহমুদউল্লাহ।