Published : Tuesday, 25 May, 2021 at 12:00 AM, Update: 25.05.2021 12:44:01 AM
মাসুদ আলম।।
প্রচণ্ড
তাপদাহ শেষে কুমিল্লায় মৌসুমের প্রথম ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে তিন ঘন্টা ব্যাপি এই ভারি বৃষ্টিতে
দুর্বিষহ জনজীবনে স্বস্তি ফেরেছে।
কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা
ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে কুমিল্লা জেলাজুড়ে দমকা/ঝড়ো
হাওয়াসহ ভারি থেকে অতিভারি ধরণের বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে বিজলী ও বজ্্রপাত
অব্যাহত ছিলো। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত হওয়া অতিভারি বর্ষণে
কুমিল্লায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা অতিভারি বর্ষণকে
ছাড়িয়েছে।
এর আগে রবিবার রাত ১২টায় হওয়া বৃষ্টিসহ গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়ার
এই কর্মকর্তা আরও জানান, এই বৃষ্টিপাতে কুমিল্লার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু
তাপপ্রবাহ পরিবর্তন হয়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। তবে জনজীবনে
ভ্যাপসা গরমের প্রভাব থাকবে। এছাড়া আগামী আরও ৩/৪ দিন কুমিল্লায় দমকা/ ঝড়ো
হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, সোমবার
কুমিল্লায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর একদিন আগে
রবিবার কুমিল্লায় তাপমাত্রা ছিলো ৮.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ধীরে ধীরে
কুমিল্লায় তাপমাত্রা কিছুটা কমবেও জনজীবনে ভ্যাপসা গরমের প্রভাব থাকবে।
এছাড়া ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশ উপকূল অতিক্রম না করা পর্যন্ত এই
গরম থাকবে। তবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশ উপকূল অতিক্রম করলে কুমিল্লায়
তাপমাত্রা ও গরম কমে জনজীবনে স্বস্তি ফিরবে।