চান্দিনায় সৎমাকে কুপিয়ে আহত ১০ দিনেও গ্রেপ্তার নেই
Published : Tuesday, 25 May, 2021 at 12:00 AM
বিশেষ
প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় সৎ মা ও তার সন্তানদের কুপিয়ে আহত করার
ঘটনায় থানায় মামলা দায়ের করার ১০ দিনেও ঘটনার সাথে জড়িত কেউ আটক হয়নি। এতে
আহতদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
গত ১৫ মে দুপুরে চান্দিনা পৌরসভার
২নং ওয়ার্ড হারং গ্রামে ওই হামলার ঘটনার পর ১৬ মে ৬জনকে আসামী করে চান্দিনা
থানায় মামলা দায়ের করেন আহতের পরিবার।
স্থানীয় ও মামলার এজাহারে
সূত্রে জানা যায়- হারং গ্রামের আব্দুল করিম এর প্রথম স্ত্রী মারা যাওয়া
নিলুফা বেগমকে দ্বিতীয় বিবাহ করেন। প্রথম সংসারে ৩ ছেলে ও ৪ মেয়ে এবং
দ্বিতীয় সংসারে ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে তার।
আব্দুল করিম এর মৃত্যুর পর
দ্বিতীয় স্ত্রী নিলুফা বেগম ও তার সন্তানদের বাড়ির সকল সম্পত্তি তেকে
বঞ্চিত করে তারিয়ে দিতে দীর্ঘদিন যাবৎ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম
স্ত্রীর সন্তানরা। এ বিষয়ে এলাকায় একাধিকার শালিশ দরবারও হয়।
১৫ মে
দুপুরে পূর্ব পরিকল্পিত ভাবে সাইদুল হক ও তার সন্তানরা নিলুফা বেগম এর উপর
অতর্কিত হামলা চালায়। এসময় নিলুফা বেগম এর সন্তানরা এগিয়ে আসলেও তাদেরকেও
বেধরক মারধর করে তারা।
আহতাবস্থায় নিলুফা বেগমকে প্রথমে চান্দিনা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা
থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্ উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আসামীরা
আত্মগোপনে থাকায় গ্রেফতার করা যাচ্ছে যান। আমাদের চেষ্টা অব্যাহত আছে।