সাভার পৌর এলাকা গেন্ডা কবরস্থানের পাশ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি রিকশাচালকের ছদ্মবেশে ঘুরে বেড়াতেন।
গ্রেফতার ব্যক্তির নাম আব্দুর রহমান ওরফে চান্দু। তিনি রংপুরের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। পাঁচ বছর ধরে তিনি ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছেন।
২০১৫ সালের ১০ নভেম্বর রংপুর কাউনিয়া এলাকায় খাদেম রহমত আলীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ভাই মামলা দায়েরের পর পুলিশের একাধিক ইউনিট তদন্ত করে। তদন্তে বেরিয়ে আসে ফার্মেসি দোকানি খাদেম আলীকে হত্যা করেছে জেএমবি ইসাবা গ্রুপের জঙ্গিরা।
আদালতে চার্জশিট দাখিলের পর বিচারে চান্দুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিহত ব্যক্তি ভন্ড পীর এমন আখ্যা দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। ওই মামলায় চান্দু ছাড়াও সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর চারজন গ্রেফতার হলেও চান চান্দু পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ সুপার আসলাম খান বলেন, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন পালিয়েছিলেন। সাভারের গেন্ডা এলাকায় ছদ্মবেশে রিকশা চালাতেন তিনি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।