দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকেপড়া আরও ৩৬ বাংলাদেশি। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত চেকপোস্টে পৌঁছলে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করে কোয়ারেন্টাইনে রাখা হয়।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, মঙ্গলবার দেশে ফেরা ৩৬ জনের মধ্যে একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, দেশে ফেরা ৩৫ জনকে নির্ধারিত পরিবহনে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর, সদর হাসপাতাল, স্থানীয় তিনটি আবাসিক হোটেল, মেহেরপুর এবং কুষ্টিয়ায় নেয়া হয়েছে।
সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। অপরদিকে করোনা আক্রান্ত ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, এ চেকপোস্ট দিয়ে এখন পর্যন্ত ৬৪৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।