ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হুইল চেয়ার বসে স্কুলে যাবে প্রতিবন্ধী মীম
আনন্দে কাঁদলেন মা
Published : Tuesday, 25 May, 2021 at 6:38 PM
হুইল চেয়ার বসে স্কুলে যাবে প্রতিবন্ধী মীমশাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গীর গ্রামের এক হতদরিদ্র পরিবারে জন্ম প্রতিবন্ধী মীমের। দীর্ঘ দশ বছর ধরে কখনো মায়ের কোলে, কখনো বাবার কোলে আবার কখনো বিছানায় শুয়ে বেড়ে উঠছিল সে। বাবার অভাবের সংসারে একটি হুইল চেয়ারের বেশ অভাব ছিল তার। মীম হাটাচলা বা কথা বলতে পারেনা তবুও মনে প্রবল ইচ্ছা সে স্কুলে যাবে।  এখন থেকে মীম স্কুলে পড়তে যাবে বলে জানালেন তার মামা সজিব মিয়া।
ইতোমধ্যে দেবিদ্বারের রক্তদাতা সংগঠন ‘ব্লাড ফর দেবিদ্বার’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়েছেন শারীরিক ও বাক প্রতিবন্ধী মীম আক্তার (১০)। মীম আক্তার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গী গ্রামের হতদরিদ্র কৃষক মাসুদ রানার মেয়ে। তার মায়ের নাম বিলকিস বেগম। মীমের মা বিলকিস বেগম জানালেন মীমকে নিয়ে দুর্বিষহ তার জীবনের কথা। জন্মগত মীম অনেকটা অভাব অনটনের মধ্যে বেড়ে উঠেছে তার সংসারে। সরকারি ভাতা পেলেও তার জন্য সেটা খুব একটা যথেষ্ট নয়। সাত বছরের মারিয়া আক্তার ও দেড় বছরের রায়হান নামে আরও দুই সন্তান রয়েছে। কৃষি কাজ করে সংসার চলে তার। সরকারিভাবে আরও সহযোগিতা চান মীমের মা বিলকিস বেগম।    
এদিকে, খবর পেয়ে মীমের দরিদ্র পিতা মো. মাসুদ রানার পাশে দাঁড়ালেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। সোমবার দুপুরে মীমের পরিবারের হাতে একটি হুইল চেয়ার তুলে দেন তিনি। তখন মীমও সেখানে উপস্থিত ছিলেন। ওসি আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি দেবিদ্বার থানায় এলাকায় মানবিক কিছু কাজ করার চেষ্টা করি। এ কাজে আমাকে সব সময় প্রেরণা দিয়ে থাকেন কুমিল্লার মানবিক পুলিশ। আমি তাঁর নির্দেশনায় ভানী ইউনিয়নের হতদরিদ্র মাসুদ রানার মেয়ে মীমকে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে। তাকে স্কুলে পড়াতে গিয়ে যতটুকু সহযোগিতার প্রয়োজন তাও করা হবে।  
হুইল চেয়ার দেয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. ছমিউদ্দিন,  স্টামফোর্ড বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক মো. ফখরুল ইসলাম হিমেল, উপ-পরিদর্শক মো. মাহবুবুর রহমান, মাইটিভি জেলা প্রতিনিধি  মো. সাইফুদ্দিন রনি, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বাপ্পু,   ব্লাড ফর দেবিদ্বার সভাপতি  মো. আনোয়ার হোসাইন, সহ সভাপতি বিল্লাল হোসেন, মো. রুবেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব।