শ্রীলংকান পেসার দুশমন্ত চামিরার বাউন্সারে হেলমেটে আঘাত পান মোহাম্মদ সাইফউদ্দিন। কনকাশন বদলি হিসেবে সাইফউদ্দিনের পরিবর্তে মাঠে নেমে বোলিং করছেন পেসার তাসকিন আহমেদ।
চামিরার করা ৪৭তম ওভারের চতুর্থ বলটা ব্যাটসম্যান সাইফউদ্দিনের হেলমেটে সরাসরি আঘাত হানে। প্রান্ত বদল করতে গিয়ে ওই বলে তিনি রানআউট হয়ে যান ৩০ বলে ১১ রান করে। ম্যাচে বল করা ঝুঁকিমূলক হওয়ায় পরে তাকে দেওয়া হয়েছে বিশ্রাম।
বাংলাদেশের ইতিহাসে এ নিয়ে তৃতীয় কনকাশন বদলি হলেন তাসকিন। তবে ওয়ানডে সংস্করণে অবশ্য তিনিই প্রথম। এর আগে ২০১৯ সালে কলকাতায় গোলাপি বলের টেস্টে দুজন কনকাশন বদলি নিতে হয় বাংলাদেশকে। মাথায় আঘাত পেয়ে লিটন দাস ছিটকে গেলে তার জায়গায় নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। পরে অফ স্পিনার নাঈম হাসানও একইরকম আঘাত পেলে তার জায়গায় নামেন তাইজুল ইসলাম।
ক্রিকেটে নতুন নিয়ম অনুযায়ী শুধু মাথায় আঘাত পেলেই ম্যাচের মধ্যে খেলোয়াড় বদল করার সুবিধা পায় দলগুলো। তবে সেক্ষেত্রে ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, পেসারের বদলে নামাতে হয় পেসারকে।