ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
Published : Tuesday, 25 May, 2021 at 7:32 PM
 নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখমনাটোরের লালপুর উপজেলায় মো. নাজিম উদ্দিন (৪০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর পানির ট্যাংকের কাছে এ ঘটনা ঘটে।

নাজিম উদ্দিন উপজেলার পানঘাটা গ্রামের বাসিন্দা। তিনি কদিমচিলান ইউনিয়ন যুবলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য।
লালপুর থানা সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন। ভবানীপুর পানির ট্যাংকের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল ও হাতুড়ি নিয়ে তার ওপর হামলা করে। হামলাকারীরা তার মাথায়, পেটে, হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপায় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আওয়ামী লীগের নেতারা থানায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান নেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। ঘটনার পর থেকে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঠিক কী কারণে এ হামলা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দলীয় কোন্দলের কারণেও হতে পারে।

এর আগে, গত রবিবার রাতেও একই উপজেলার কালুপাড়া গ্রামে প্রতিপক্ষের লোকজন মুসা সরকার নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। দলীয় কোন্দলের কারণে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।