১৬ হাজার দর্শক দেখবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালর
Published : Wednesday, 26 May, 2021 at 12:00 AM
চ্যাম্পিয়নস
লিগের অল-ইংলিশ ফাইনালে শনিবার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি।
পর্তুগালের এস্তাদিও দু দ্রাগাওয়ের গ্যালারি কিন্তু এদিন খালি থাকছে না। এই
ম্যাচ দেখতে সাড়ে দর্শককে স্টেডিয়ামে ঢুকতে দেবে পর্তুগিজ কর্তৃপ।
অর্থাৎ
৫০ হাজার আসনের স্টেডিয়ামটির ৩৩ শতাংশ ভরা থাকবে। ২৫ মে বিকেল থেকে উয়েফার
মাধ্যমে আরও ১ হাজার ৭০০ টিকিট বিক্রি হবে সাধারণ মানুষের জন্য। প্রত্যেক
ফাইনালিস্ট দলের জন্য বরাদ্দ থাকবে ৬ হাজার টিকিট।
পূর্ণ টিকা নেওয়া
কিংবা নেগেটিভ কোভিড টেস্টের প্রমাণ দিতে হবে প্রত্যেক দর্শককে। যারা এক
ডোজ টিকা নিয়েছেন, তাদেরও দেখাতে হবে নেগেটিভ রিপোর্ট।
দুই দলের এই
ফাইনাল হওয়ার কথা ছিল ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে। কিন্তু ব্রিটিশ
সরকার ভ্রমণের লাল তালিকায় তুরস্ককে রাখায় তা পর্তুগালে সরিয়ে নেওয়া হয়েছে।
দুই
দলের সমর্থককে কড়া নিয়ন্ত্রণে রেখে স্টেডিয়ামে নেওয়া হবে। চার্টার্ড ফাইটে
করে তারা পর্তুগালে নামবেন এবং ২৪ ঘণ্টারও কম সময় থাকবেন কোভিড সুরা বলয়ে।