সাইফউদ্দিনকে নিয়ে শঙ্কা নেই
Published : Thursday, 27 May, 2021 at 12:00 AM
বুধবার শ্রীলঙ্কার বিপে ব্যাটিং করতে নেমে
মাথায় আঘাত পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। গুরুতর কিছু না হলেও চিকিৎসার
অংশ হিসেবে তাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। জানা গেছে, এই পেস বোলিং
অলরাউন্ডারকে নিয়ে কোনও ধরনের শঙ্কা নেই। এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘটনাটি ঘটেছিল লঙ্কানদের বিপে দ্বিতীয়
ওয়ানডেতে। ব্যাটিংয়ের সময় ৪৬.২ ওভারে দুষ্মন্থ চামিরার শর্ট বল আঘাত হানে
মোহাম্মদ সাইফউদ্দিনের হেলমেটে। কিছুণের জন্য হতভম্ব সাইফউদ্দিন রান নিতে
গিয়ে ড্রাইভ দিয়েছিলেন। তাতে অবশ্য লাভ হয়নি। রান আউটে তাকে ফিরতে হয়
সাজঘরে।
ঘটনার পর বিসিবি মঙ্গলবার রাতেই সাইফের স্ক্যান করিয়েছিল।
বিসিবির প থেকে জানানো হয়েছে, সাইফউদ্দিন শঙ্কামুক্ত আছেন। তবে নিরাপত্তার
জন্য তাকে বুধবার সারাদিন পর্যবেণে রাখা হবে।