ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জামালদের কাতার যাওয়ার সূচি চূড়ান্ত
Published : Thursday, 27 May, 2021 at 12:00 AM
শুরুতে কাতার গিয়ে আগেভাগে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এরপর সৌদি আরব সফরও বাতিল হয়েছে। এখন অবশ্য বাংলাদেশ দল নির্ধারিত সময়ের দুই দিন আগেই কাতার যাচ্ছে। আগামী শুক্রবার সকাল ১১টায় দোহার উদ্দেশে ঢাকা ছাড়বে জামাল ভূঁইয়ারা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
বুধবার সকালেই জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছিলেন, কাতারে আগেভাগে যাওয়ার চেষ্টা চলছে। আর বিকেলে তা নিশ্চিত করা হয়েছে। কাতার যাওয়া প্রসঙ্গে ভিডিও বার্তায় কাজী নাবিল বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল দল বিশ্বাকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে খেলার জন্য আগামী ২৮ মে কাতারের উদ্দেশে রওনা দেবে। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দরে হবে কোভিড পরীা। পরবর্তী ২৪ ঘণ্টায় করোনা নেগেটিভ হলেই অনুশীলন শুরু করতে পারবে।’
কাতার যাওয়ার আগের দিন বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেমি ডের দলের প্রতিপ প্রিমিয়ার লিগের দল শেখ জামাল ধানমন্ডি।
এতে করে জামালদের প্রস্তুতি আরও ভালো হবে বলে মনে করছেন কাজী নাবিল, ‘ঢাকা ছাড়ার আগে শেখ জামালের সঙ্গে ম্যাচ খেলবে দল। এই অনুশীলনের মাধ্যমে ঢাকায় তাদের প্রস্তুতি সম্পন্ন হবে। কাতারে পৌঁছে তখন আগামী ৩ জুন খেলার জন্য প্রস্তুতি শুরু করা যাবে। এতে করে প্রস্তুতি ভালোভাবে নেওয়া হবে। জাতীয় দলের জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের শেষ অংশ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সূচি অনুযায়ী, আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।