কাতার ও সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলার সব সুযোগ হারিয়ে জাতীয় ফুটবল দলের শেষ ভরসা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কাতার যাওয়ার আগে অনুশীলনটা কেমন হলো, কোথায় সমস্যা এগুলো মোটাদাগে চিহ্নিত করতে জামালদের পরীক্ষাটা নিচ্ছেন কোচ শেখ জামালের বিপক্ষে খেলিয়ে। শুক্রবার সকালে কাতারগামী বিমানে চড়ে জেমি নোট কাটাছেঁড়া করবেন- কে কেমন করলেন প্রস্তুতি ম্যাচে।
বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে না পেরে হতাশ অধিনায়ক জামাল ভূঁইয়া। আবার ডিফেন্ডার রহমত মিয়ার কথা- প্রস্তুতি ম্যাচ হলো নিজেদের ভুল-ত্রুটি চিহ্নিত করার জন্য। তো প্রতিপক্ষ যেই হোক।
বিকেল ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে খেলবে জাতীয় দল। প্রতিপক্ষ বাছাইটা ভালোই হয়েছে। কারণ, এই দলটি পূর্ণশক্তির আছে। জাতীয় দলে কোনো খেলোয়াড় নেই শেখ জামালের। একজন ডাক পেয়েছিলেন ডিফেন্ডার রেজাউল- বাদ পড়েছেন পাসপোর্ট জটিলতায়।
আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে খেলার আগে প্রস্তুতি শেখ জামালের বিপক্ষে। এটা অবশ্যই কোচের মন মতো হওয়ার নয়। তারপরও বাস্তবতা মেনেই ম্যাচটি আয়োজন। বাফুফে চেষ্টা করেও বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি।
ম্যাচটি জেমি ডে খেলাবেন ক্লোজডোর স্টেডিয়ামে। স্টেডিয়ামে দুই দল ও রেফারি ছাড়া কেউ থাকবে না। ছবি তোলা যাবে না, কারো বক্তব্য নেয়া যাবে না এমনকি খেলা দেখাও যাবে না।
বাফুফে থেকে বারবার গণমাধ্যমকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, ম্যাচের পর তারা প্রয়োজনীয় ছবি, ভিডিও ফুটেজ সরবরাহ করবে। ম্যাচ খেলে শুক্রবার সকালে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেবে ফুটবল দল।