ঘূর্ণিঝড় ইয়াসে পদ্মায় মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দ্বিতীয় দিনও সব নৌযান বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আহাম্মদ আলী জানান, “ঢেউ আর বাতাসের কারণে ঘাট রক্ষা করাই কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ঘাট মেরামতও শুরু করা যাচ্ছে না। তাই বৃহস্পতিবারও ফেরি বন্ধ রাখা হয়েছে। পদ্মা উত্তাল থাকায় বন্ধ রয়েছে অন্যান্য নৌযানও।”
পরিস্থিতি অনুকূলে আসলে তবেই আবার নৌচলাচল শুরু হবে বলে তিনি জানান।
বুধবার সকালে প্রচণ্ড ঢেউয়ে শিমুলিয়ায় ২ নম্বর ফেরিঘাটের পন্টুন ছিঁড়ে যায়। পন্টুনটি দুই ভাগে ভাগ হয়ে যায়। অন্য তিনটি ঘাটেরও সংযোগ সড়কে পানি উঠে নাজুক অবস্থা। ঢেউয়ের তোড়ে হুমকির মুখে থাকা ঘাট রক্ষায় ফেলা হচ্ছে বালুর বস্তা।
এমন পরিস্থিতিতে ফেরি ও লঞ্চসহ সব নৌযান বন্ধ থাকায় ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে শত শত যান ও কয়েক হাজার মানুষ।
ইয়াসের প্রভাবে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বুধবার সকাল থেকে ১৮টি ফেরির সবই বন্ধ এবং মঙ্গলবার বিকাল থেকে লঞ্চও বন্ধ রয়েছে।