গাইবান্ধায় ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের সামনের হুক পেটে ঢুকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেল স্টেশনের অদূরে দক্ষিণ শাহবাজ গ্রামের ইটভাটা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (৬৯) দক্ষিণ শাহবাজ গ্রামের বসিন্দা।
হুকে আটকে মৃত্যুর পর মৃতদেহটি নিয়ে ট্রেনটি ‘প্রায় তিন কিলোমিটার পাড়ি দিয়ে’ বামনডাঙ্গা স্টেশনে পৌঁছায়।
বামনডাঙ্গা রেল স্টেশন মাস্টার আমজাদ হোসেন বলেন, ট্রেনের ইঞ্জিনের সামনের হুকে আটকানো অবস্থায় আব্দুর রহমানের লাশ রেলস্টেশনে পৌঁছায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আব্দুর রহমান বাড়ির অদূরে রেল লাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি হঠাৎ চলে আসে।
এ সময় ওই ট্রেনের সামনের ইঞ্জিনের হুক তার পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হুকের সাথে ঝুলতে থাকা ওই লাশ নিয়ে ট্রেনটি তিন কিলোমিটার দূরে বামনডাঙ্গা রেল স্টেশনে পৌঁছায় বলেন তারা।
এ নিয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।