ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেনাপোল দিয়ে ১ মাসে ফিরেছেন ৪ হাজার বাংলাদেশি
Published : Saturday, 29 May, 2021 at 6:40 PM
বেনাপোল দিয়ে ১ মাসে ফিরেছেন ৪ হাজার বাংলাদেশিকরোনা মহামারির মধ্যে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত এক মাসে চার হাজার ২৮ বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। একই সময়ে ভারতে ফিরে গেছেন ৪০৪ জন। শনিবার (২৮ মে) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেন।

আহসান হাবিব জানান, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে গত ২৬ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত চার হাজার ২৮ জন বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত রয়েছেন ১৭ জন।

তিনি বলেন, ‘শনিবার ভারত থেকে ১২৬ জন বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন।’

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলি বলেন, ‘ভারতফেরত যাত্রীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এসব পাসপোর্ট যাত্রীদের বেনাপোল, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা ও কুষ্টিয়ার বিভিন্ন হোটেল এবং যশোরের ঝিকরগাছার গাজিরদরগা এতিমখানায় কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন তাদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হচ্ছে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার উৎপলা রায় জানান, করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার তিন দফায় ৩১ মে পর্যন্ত ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যারা ভারতে আটকা পড়েছে শুধু তারাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে দেশে ফিরছেন।