মালয়েশিয়ায় করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সেখানে নয় হাজার ২০ জন নতুন রোগী শনাক্ত এবং ৯৮ জনের মৃত্যু হয়েছে।
এই নিয়ে টানা পঞ্চম দিনের মতো মালয়েশিয়ায় রেকর্ড নতুন রোগী শনাক্ত হল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৫৮ হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি এ দিনের রেকর্ড মৃত্যু নিয়ে দেশটিতে করোনাভাইরাস মহামারীতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৬৫০ জনে।
করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনের কারণে সম্প্রতি মালয়েশিয়ায় কোভিড-১৯ রোগী দ্রুত বাড়তে শুরু করেছে।
এ পরিস্থিতিতে শুক্রবার দেশটির্ প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন জুনের শুরু থেকে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন।
লকডাউন চলাকালে শুধু অত্যাবশ্যক অর্থনৈতিক ও সেবামূলক খাতের প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে, বাদবাকি সব বন্ধ থাকবে।