ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোহামেডানের জয়ে ম্যাচসেরা সাকিব
Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করলো মোহামেডান স্পোটিং কাব। তবে এই জয় মোটেও সহজে আসেনি। রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। শাইনপুকুর ক্রিকেট কাবকে ৩ উইকেটে হারিয়েছে মতিঝিলের কাবটি। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ২৯ রান করে ম্যাচ সেরা হন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে মোহামেডান। প্রথমে ব্যাট করার সুযোগ ভালোভাবে কাজে লাগাতে পারেনি শাইনপুকুর। ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রানের মামুলি সংগ্রহ পায় তারা। দলের পে সর্বোচ্চ ৩০ রান করেন তানজিদ হাসান। রবিউল ইসলাম করেন ২৫ রান। মোহামেডানের সাকিব ছাড়াও ২ উইকেট নিয়েছেন ইয়াসিন আরাফাত।
১২৬ রানের জয়ের ল্েয পৌঁছতে মোহামেডানকে শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত ব্যাট করতে হয়। ১১৩ রানে চতুর্থ উইকেট পতনের পর বিপদেই পড়ে মোহামেডান। এক পর্যায়ে ১১৮ রানে তাদের ৭ উইকেট পড়ে যায়। অষ্টম উইকেটে আবু হায়দার অপরাজিত ৮* ও ইয়াসির আরাফাত অপরাজিত ৩ রান করে মোহামেডানের জয় নিশ্চিত করেন। মোহামেডানের পে ওপেনার পারভেজ হোসেন ইমন সর্বোচ্চ ৩৯ ও শামসুর রহমান করেন ২৪ রান।