ব্যর্থ শান্ত, আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়লেন মুশফিক
Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM
সংস্করণ
বদলে মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। টি-টোয়েন্টি সংস্করণে আজ
শুরু হওয়া আসরের প্রথম জয় পেয়েছে আবাহনী কাব লিমিটেড। পারটেক্স স্পোর্টিং
কাবের বিপে ৮ উইকেটে জয় পেয়েছে তারা।
মিরপুরে আগে ব্যাট করে ২০ ওভারে
১২০ রান তুলে পারটেক্স স্পোর্টিং কাব। পারটেক্সের তাসামুল হক ৫৪ বলে ৬৫
রানের ইনিংস খেললেও অন্যরা সুবিধা করতে পারেননি। আবাহনীর তাইজুল ইসলাম ৪
ওভারে ১২ রানে ২ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন মেহেদি হাসান রানাও।
পারটেক্সের
ইনিংস শেষ হতেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় আবাহনীর
সামনে নতুন টার্গেট দাঁড়ায় ১০ ওভারে ৭০ রান। ২ উইকেট হারিয়ে ৪ বল বাকি
থাকতেই সে ল্েয পৌঁছে যায় আবাহনী। ২৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন
অধিনায়ক মুশফিকুর রহীম। ১৭ বলে ১৯ রান আসে নাঈম শেখের ব্যাট থেকে। তবে
নাজমুল হোসেন শান্ত ফিরেছেন মাত্র ২ রানে।