ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র জিএম মিরু হোসেন মিরু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোর্শেদ আলম, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান বাবলু, সাপ্তাহিক আমাদের প্রত্যাশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুল জলিল রিপন, ইসলামিক ফাউ-েশনের ফিল্ড সুপারভাইজার জহিরুল ইসলাম, সাংবাদিক আবদুল মান্নান প্রমুখ।
আগামী ৫ জুন থেকে ১৯ জুন উপজেলার একটি পৌরসভা ও তের ইউনিয়নের ৩৩৭ টি ( অস্থায়ী -৩৩৬ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী -০১) কেন্দ্রে সাড়ে ৯৮ হাজার (৬-১১- মাস-১২ হাজার ও ১২-৫৯ মাস ৮৬ হাজার ৬ শ) শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এমওডিসি ডাঃ আতিকুল ইসলাম সভার বিস্তারিত তুলে ধরেন এবং স্যানিটারি ইন্সপেক্টর হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমামসহ স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।