ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
Published : Tuesday, 1 June, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ঃ সোমবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুধর্ব-১৭ এর ২১ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত খেলায় বুড়িচং উপজেলা পর্যায়ে থেকে ৪ ইউনিয়ন পরিষদ সমন্বয় করে ২ টিম গঠন করে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে। এতে বুড়িচং সদর ইউনিয়ন, ষোলনল দুটি ইউনিয়ন পরিষদ মিলে ১টি টিম আর রাজাপুর ইউনিয়ন এবং বাকশীমুল ইউনিয়ন মিলে ১ টি টিম। খেলায় বুড়িচং, ষোলনল টিম রাজাপুর, বাকশীমুল ইউনিয়ন পরিষদ কে ৪-২ গোলে পরাজিত করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
খেলায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং পরিচালনা, ধারাভাষ্যকার হিসেবে উপস্থাপন করেন সহকারী শিক্ষক মোঃ ইসলাম হোসেন নয়ন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাকসুদুল আলম, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন  উপজেলার সিএ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ মুছা, বুড়িচং সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল হক, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হাজী মোঃ জাহাঙ্গীর আলম, ষোলনল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ খাবির উদ্দিন, রাজাপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহীন কাদির, বুড়িচং সদর ইউপি সদস্য যথাক্রমে মোঃ জামাল হোসেন পুলিশ, আমিনুল ইসলাম, মোঃ নওশের আলম, ষোলনল ইউপি সদস্য যথাক্রমে মোঃ সেলিম হোসেন, জামাল হোসেন, আবুল কাশেম, রাজাপুর ইউনিয়ন সদস্য মোঃ শাহীনুল ইসলাম, ওমর ফারুক। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সহযোগিতায় ছিলেন ক্রীড়া শিক্ষক মোঃ কামরুল হাসান, ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল হক, সাইফুল ইসলাম রনি, ক্রীড়া  শিক্ষক নাজমুল হাসান, প্রমুখ।