Published : Thursday, 3 June, 2021 at 12:00 AM, Update: 03.06.2021 1:36:14 AM
মাসুদ
আলম।। চলমান সংসদে কুমিল্লা-৫ আসনের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর
সদস্য, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবেক
আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে সংসদের শোক প্রস্তাবের
আলোচনায় বক্তব্যে সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন, দেশ ও সমাজের মানুষের জন্য কিছু ভালো
কাজ করে চিরস্মরণী ব্যক্তিদের কাতারেরই একজন মানুষ মরহুম অ্যাডভোকেট
আব্দুল মতিন খসরু। আমরা এক সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ একই
ক্লাসে থেকে বিকম পাশ করেছি। মতিন খসরু আইন পেশায় গেলেন, আর আমিও আয়কর
আইনজীবী হিসেবে শুরু করলাম। দুইজনই দীর্ঘ ৫২ বছরের বন্ধু। রাজনৈতিক জীবনেও
দীর্ঘ পথ চলার বন্ধু। আমি যখন জেলা যুবলীগের সভাপতি, তখন আবদুল মতিন খসরু
ছিলেন সিনিয়র সহ সভাপতি। ১৯৭১ সালেও আমরা দুই বন্ধু দেশকে শত্রুমুক্ত করতে
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে আমরা
জাতিরজনকের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি।
তিনি আরও বলেন,
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময়
আবদুল মতিন খসরু ও আমি বড় নেতা ছিলাম না। তবে আমরা বঙ্গবন্ধুর আদর্শের একজন
কর্মী ছিলাম। তখন অনেক নেতা রাজনৈতিক কারণে গা ঢাকা দিলেও আমি ও খসরু
কুমিল্লার সারা জেলার প্রতিটি উপজেলা উপজেলা গিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগ ও
বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে কাজ করেছি। সেই বন্ধুটি চির দিনের জন্য চলে
গেলেন আর কখনও ফিরে আসবেন না।