ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যেতে না চাওয়ায় রিকশাচালককে মারধর, নির্যাতনকারী আটক
Published : Friday, 4 June, 2021 at 8:08 PM
যেতে না চাওয়ায় রিকশাচালককে মারধর, নির্যাতনকারী আটকযাত্রীর গন্তব্য অনুযায়ী যেতে না চাওয়ায় রিকশাচালককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তৎপর হয়ে আটক করেছে অভিযুক্ত নির্যাতনকারী ব্যক্তিকে।

শুক্রবার (৪ জুন) বিকেলে ওয়ারী থানা পুলিশ সুমন নামের ওই ব্যক্তিকে আটক করে। তবে ওই রিকশাচালকের সন্ধান এখনও পাওয়া যায়নি।

পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা বলেন, একজন গণমাধ্যমকর্মীর ফেসবুক পোস্ট দৃষ্টিগোচর হওয়ার পর ভিডিও পর্যবেক্ষণ করে জানা যায় ঘটনাস্থলটি সূত্রাপুর থানার এবং ওয়ারী থানার সীমান্তবর্তী একটি স্থান। এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে দুই থানার মধ্যে সমন্বয় করে দেয় পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। এর পরিপ্রেক্ষিতে ওয়ারী থানার ওসি মো. আজিজুর রহমানের তৎপরতা ও ঐকান্তিক প্রচেষ্টায় দুই দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে, আজ (শুক্রবার) বিকেলে লালমোহন সাহা স্ট্রিটের একটি বাড়ি থেকে সুমনকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, লোকটি কিছু না বলে রিকশায় উঠেই টিপু সুলতান রোডে যাওয়ার জন্য চালককে হুকুম করছে। বৃষ্টিতে ভিজে থাকা রিকশাচালক যেতে চাচ্ছিলেন না। যাত্রীকে তিনি অন্য একটি রিকশায় যেতে বললে ক্ষেপে গিয়ে ওই ব্যক্তি রিকশাচালককে গালাগাল করেন এবং তার মাথায় ও গালে আঘাত করতে থাকেন।