Published : Friday, 4 June, 2021 at 12:00 AM, Update: 04.06.2021 1:22:54 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার তিতাস ও বুড়িচংয়ে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
হয়েছে। বৃহস্পতিবার ভোরে ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,
কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। এঘটনায় গুরুতর আহত
হয়েছেন আরো ৩ জন। বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে হোমনা-গৌরিপুর সড়কের
মৌটুপী সিকদার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে তিতাস
স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীণ চন্দ্র দাশ। গুরুতর আহত ২ জনকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায়
নিহতরা হলেন তিতাস উপজেলার কাকিয়া খালি গ্রামের শ্রী নারায়ণ দাস (৪২) ও
শ্রী লক্ষণ দাস (৪৫)। তারা দুইজনই মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে
জানা যায়, বৃহস্পতিবার ভোরে একটি সিএনজি অটোরিকশা নিয়ে গৌরিপুর রওনা দেয়
নারায়ণ দাস ও লক্ষণ দাস সহ আরো ৫/৬জন।এসময় হোমনা- গৌরিপুর সড়কের মৌটুপী
সিকদার রোড এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সাথে
সিএনজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত
হন। আহত হন আরো ৩ জন৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে
নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ পিক-আপ ও সিএনজি জব্দ করে। নিহতদের মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা
জানায়, পিক-আপ ভ্যানটির সামনের চাকা পাংচার হয়ে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে
ফেলে। এতেই উল্টো দিক থেকে আসা সিএসজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
বুড়িচংয়ে নিহত ১:
কুমিল্লার
বুড়িচংয়ে বিপরিত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি একজন
নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে কুমিল্লা-মীরপুর
সড়কের বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা
যান সিএনজি যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি গ্রামের নুরুল
ইসলামের পুত্র সিদ্দিকুর রহমান (৪২)। আহত তিনজনকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সিমরাই সাধপাড়া গ্রামের হেবজুল বারী
সরকারের ছেলে হাবিবুর রহমান (২২), একই এলাকার মান্দার পুর গ্রামের মোঃ
বাবুল মিয়ার ছেলে মিনহাজ (৩৭) ও কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের
বারেশ্বর গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে ফয়সাল (২৫)।
দুর্ঘটনায়
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার এসআই মোঃ বাদল মিয়া জানান, খবর পেয়ে
ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ
করা হয়েছে।