তানভীর দিপু:
কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। বৃহস্পতিবার( ৩ জুন) ভোর ৪টা ৪৫ মিনিটে হোমনা-গৌরিপুর সড়কের মৌটুপী সিকদার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীণ চন্দ্র দাশ। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন তিতাস উপজেলার কাকিয়া খালি গ্রামের শ্রী নারায়ণ দাস (৪২) ও শ্রী লক্ষণ দাস (৪৫)। তারা দুইজনই মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে একটি সিএনজি অটোরিকশা নিয়ে গৌরিপুর রওনা দেয় নারায়ণ দাস ও লক্ষণ দাস সহ আরো ৫/৬জন।এসময় হোমনা- গৌরিপুর সড়কের মৌটুপী সিকদার রোড এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সাথে সিএনজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন আরো ৩ জন৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ পিক-আপ ও সিএনজি জব্দ করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, পিক-আপ ভ্যানটির সামনের চাকা পাংচার হয়ে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতেই উল্টো দিক থেকে আসা সিএসজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।