বশিরুল ইসলাম:
স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে কুমিল্লায় মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার ০৪ জুন দুপুর ১২টায় কুমিল্লা টাউনহল গেইটের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির মেরুদন্ডকে ফিরিয়ে আনতে চাই। শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকে গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের এ জাতির ভবিষ্যত মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার জন্য । এটা একটা গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই গভীর ষড়যন্ত্র রুখতে হবে এটার মোকাবেলা আমাদেরকে করতে হবে। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আজকে পাবজি, ফ্রি ফায়ার এসমস্ত খেলার নামে ধ্বংস হয়ে যাচ্ছে। তাদেরকে মোবাইলে অনলাইনে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা আজ কি দেখছি এই কোমলমতি শিক্ষার্থী পাবজি ও ফ্রি ফায়ারের গেম খেলার মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে, সন্ত্রাসী ও মুর্খ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী কার্যক্রম ও নানা কুকর্ম থেকে ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের কাছে সুসৃংখল আন্দোলনের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি।
যথাসময়ে আগামী ১০ জুনের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে খোলে দিতে হবে। আজকে সকল প্রতিষ্ঠান স্বাভাবিক ব্যবস্থ্পানায় ফিরে এসেছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে ও স্বাস্থ্য বিধি মেনে চালু করতে হবে। যদি আমাদের দাবী মানা না হয় তাহলে আমাদের ইসলামী আন্দোলনের আমির সৈয় মো: রেজাউল করিমের মাধ্যমে উনার ঘোষিত যে কোন কর্মসূচীতে আমরা বাস্তবায়ন করবো। যদি সরকারকে পতন ঘটিয়ে আমাদের জাতির মেরুদন্ড শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হয় তা আমরা করবো। এর জন্য যেকোন ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা সরকারকে বলব আমাদেরকে কঠোর কর্মসূচীর দিকে যেতে বাধ্য করবেন না। যখন ছাত্রজনতা রাজপথে নেমে যাবে তখন তাদেরকে থামিয়ে রাখতে পারবেন না। পূর্বে ছাত্র আন্দোলনের অনেক নমুনা দেখেছেন। তাই বলছি সেই আন্দোলনে যাওয়ার আগেই শিক্ষা ব্যবস্থা চালু করুন। শিক্ষা ব্যবস্থা চালু করে জাতিকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্য এবং সভ্য সমাজ গড়ার জন্য জোরদাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মো: তৈয়্যব, সাধারণ সম্পাদক মাওলানা নূর হোসাইন, মহানগর সভাপতি এম.এম বিলাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা এনাম মজুমদার, নগর ছাত্র আন্দোলন সভাপতি খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা যুব আন্দোলন সহ সভাপতি ওবায়েদুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।